ঢাকা | বঙ্গাব্দ

দুই ডাকাত আটক যৌথবাহিনীর মাধ্যমে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ শাহ পরাণ ও শাহ আলী নামের দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
  • আপলোড তারিখঃ 25-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 140500 জন
দুই ডাকাত আটক যৌথবাহিনীর মাধ্যমে ছবির ক্যাপশন: সংগৃহীত
alokmoybangladesh

সোনারগাঁ থানার ওসি এম এ বারী গণমাধ্যমকে জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এ সময় সেনাবাহিনীর একটি টহলদল সেখান দিয়ে যাচ্ছিল। ডাকাত দল দৌড়ে পালানোর সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের দুই সদস্যকে ধরে ফেলে।

পরে সেনাবাহিনীর সঙ্গে সোনারগাঁ থানার এসআই সাহাদাতের নেতৃত্বে পুলিশের একটি টহলদল ডাকাতদের আস্তানায় অভিযান চালিয়ে রামদা, ছুরিসহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করে। সেনা সদস্যরা অস্ত্রসহ দুই ডাকাতকে সোনারগাঁ থানায় সোপর্দ করেছে। মঙ্গলবার এসআই শাহাদাত বাদী হয়ে দুই ডাকাতের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রাশেদুল ইসলাম

কমেন্ট বক্স