মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নগরীর বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। গ্রেপ্তার রবি নগরীর মতিহার থানার বিনোদপুরের আজিজুল ওরফে হাবলের ছেলে। জানা গেছে, দলীয় কোনো পদ না থাকলেও রবি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। গত ৫ আগস্ট বোয়ালিয়া মডেল থানাধীন আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে আসামির ছোড়া গুলিতে মাইনুল ইসলামসহ কয়েকজন আহত হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা হয়। এ মামলায় রবি এজাহারের ৪ নম্বর আসামি।
আসামি রবির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে আরএমপির পক্ষ থেকে জানানো হয়।