ঢাকা | বঙ্গাব্দ

ছাত্র জনতার ওপর গুলি বর্ষণকারী রাজশাহীর সন্ত্রাস রবি গ্রেপ্তার

গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের আসামি রবিকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এজাহারভুক্ত আসামি।
  • আপলোড তারিখঃ 25-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 140448 জন
ছাত্র জনতার ওপর গুলি বর্ষণকারী  রাজশাহীর সন্ত্রাস  রবি গ্রেপ্তার ছবির ক্যাপশন: ফাইল ছবি
alokmoybangladesh

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নগরীর বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। গ্রেপ্তার রবি নগরীর মতিহার থানার বিনোদপুরের আজিজুল ওরফে হাবলের ছেলে। জানা গেছে, দলীয় কোনো পদ না থাকলেও রবি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। গত ৫ আগস্ট বোয়ালিয়া মডেল থানাধীন আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে আসামির ছোড়া গুলিতে মাইনুল ইসলামসহ কয়েকজন আহত হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা হয়। এ মামলায় রবি এজাহারের ৪ নম্বর আসামি।

আসামি রবির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে আরএমপির পক্ষ থেকে জানানো হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রাশেদুল ইসলাম

কমেন্ট বক্স