ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানের ইহতিশামের হ্যাটট্রিক

প্রিমিয়ার হকি লিগে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং। বৃহস্পতিবার সাধারণ বীমা কর্পোরেশন ক্লাবকে ৫-১ গোলে হারিয়েছে সাদা-কালোরা। মোহামেডানের ভারতীয় রিক্রুট দীপু সিংহ জোড়া গোল করেছেন। এছাড়া জয়ী দলের হয়ে মালয়েশিয়ান ফয়জাল বিন সারি, শহিদুল হক সৈকত এবং রাসেল মাহমুদ জিমি একটি করে গোল করেছেন। সাধারণ বীমার ভারতীয় খেলোয়াড় রবি এক গোল শোধ দিয়েছেন।
  • আপলোড তারিখঃ 22-03-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 51065 জন
পাকিস্তানের ইহতিশামের হ্যাটট্রিক ছবির ক্যাপশন: মোহামেডানের ম্যাচের একটি দৃশ্য।
alokmoybangladesh

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অষ্টম মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। দারুণ এক ফিল্ড গোলে দলকে শুরুতে এগিয়ে নেন দীপু ১-০। প্রথম কোয়ার্টারে বীমাও গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু ফরোয়ার্ডরা সুযোগ কাজে লাগাতে পারেননি। দ্বিতীয় কোয়ার্টারের ২৪ মিনিটে আবারও গোল উদযাপন করে সাদা-কালোরা। ফয়জাল বিন সারির ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয়েছে। তৃতীয় কোয়ার্টারে গোলমুখ খোলে বীমা। রবির চমৎকার এক ফিল্ড গোলে ব্যবধান ২-১ এ নামিয়ে আনে। তবে ৪৪ মিনিটে ফয়জাল মোহামেডানকে আরেকটি ফিল্ড গোল উপহার দিলে সাদা-কালোরা এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।

ম্যাচের চতুর্থ ও শেষ কোয়ার্টারে বীমার জালে আরও দুই গোল দেয় শহিদুল্লাহ টিটুর শিষ্যরা। ৫৭ মিনিটে সৈকত এবং পরের মিনিটে জিমির ফিল্ড গোলে ৫-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। 

এর আগে পুলিশ এসসির জার্সিতে হ্যাটট্রিক করেছেন পাকিস্তান জাতীয় দলের মিডফিল্ডার ইহতিসাম আসলাম। এতে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১০-২ গোলের ব্যবধানে জয়লাভ করে পুলিশ। খেলায় হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন পুলিশের তারকা খেলোয়াড় আসলাম। এছাড়া জয়ী দলের অধিনায়ক আব্দুল মালেক ২টি এবং দুই ভারতীয় গুরজিত সিং ও মানপ্রীত সিং সমান ২টি করে গোল করেছেন। ভিক্টোরিয়া ফরোয়ার্ড শহিদুল ইসলাম ২ গোল করে শুধু ব্যবধান কমান মাত্র।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রাশেদুল ইসলাম

কমেন্ট বক্স