ভেতরে ঢোকা ডেলিভারি ব্যাটে লাগাতে পারেননি কুমারা। বল প্যাডে লাগতেই জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি কুমারার।
১০২ ওভারে শ্রীলংকার সংগ্রহ ৯ উইকেটে ৩৬৬ রান। তাদের লিড এখন ৪৫৮ রান। ক্রিজে শেষ জুটিতে আছেন কাসুন রাজিথা ও কামিন্দু মেন্ডিস। এর আগে মেহেদী হাসান মিরাজের রাউন্ড দা উইকেট থেকে হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারি স্লগ সুইপের চেষ্টা করেছিলেন প্রাবাথ জয়াসুরিয়া। কিন্তু ব্যাটে লাগাতে পারেননি। ফলে বল আঘাত করল অফ স্টাম্পে।
ক্যারিয়ারের আগের সর্বোচ্চ ১৬ ছাড়িয়ে ২৫ রান করে ফিরলেন জয়াসুরিয়া। তার বিদায়ে ভেঙেছে ৬৭ রানের অষ্টম উইকেট জুটিতে।
তখন ১০১.৩ ওভারে শ্রীলংকার সংগ্রহ ছিল ৮ উইকেটে ৩৬৬ রান। তাদের লিড এখন ৪৫৮ রান।