জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ছাত্রী কাজী ফারজানা মিমকে যৌন হয়রানি ও হত্যার হুমকির অভিযোগে অভিযুক্ত প্রভাষক আবু শাহেদ ইমনকে সাময়িক বরখাস্ত এবং অপর অভিযুক্ত শিক্ষক অধ্যাপক জুনাইদ আহমেদ হালিমকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৯৪তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কার ও অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আইনুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষক ও চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং অপর অভিযুক্ত শিক্ষক অধ্যাপক জুনায়েদ আহমদ হালিমকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের শিক্ষক আবু সাহেদ ইমানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন কাজী ফারজানা মীম। তাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।
এরপর সোমবার (১৮ মার্চ) দুপুরে ডিবি কার্যালয়ে গিয়ে জীবনের নিরাপত্তা চান মিম। এছাড়াও মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার বিভাগের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকিসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকির প্রতিকার চেয়ে রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিনের কাছে আবেদন করেন।