ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আজ সকাল সাড়ে আটটার দিকে জানানো হয়, আগুন পুরোপুরি নেভাতে কাজ চলছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডেমরার ভাঙ্গা প্রেস এলাকার গুদামটিতে আগুন লাগে।
খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে বাকি ইউনিটগুলো যোগ দেয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, চারতলা ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কাছাকাছি পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।