ঢাকা | বঙ্গাব্দ

কবিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

জাতির পিতা/জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবিতা : বঙ্গবন্ধুকে নিয়ে এ পর্যন্ত যত কবিতা লেখা হয়েছে পৃথিবীতে অন্য কোনো নেতা বা ব্যক্তিকে নিয়ে এত কবিতা লেখা হয়নি। তাকে নিয়ে লেখা কবিতা গুনে শেষ করা যাবে না। বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ‘নিউজ ইউক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে “পোয়েট অব পলিটিক্স” (The poet of politics) ) উপাধিতে ভূষিত করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে লেখা সবচেয়ে প্রিয় কবিতা হলো অন্নদাশঙ্কর রায়ের লেখা “যতোকাল রবে পদ্মা-মেঘনা/গৌরী-যমুনা-বহমান /ততোকাল র’বে কীর্তি তোমার/শেখ মুজিবুর রহমান” কবিতাটি।
  • আপলোড তারিখঃ 21-03-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 51056 জন
কবিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছবির ক্যাপশন: জাতির পিতা/জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
alokmoybangladesh

বঙ্গবন্ধু – অন্নদাশঙ্কর রায়

যতোকাল রবে পদ্মা-মেঘনা- গৌরী-যমুনা-বহমান ততোকাল র’বে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান, চারিদিকে আজ রক্তগঙ্গা অশ্রু গঙ্গা বহমান নেই-নেই ভয় হবে-হবে জয় জয় শেখ মুজিবুর রহমান।

স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো – নির্মলেন্দু গুণ

একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে: ‘কখন আসবে কবি?’ এই শিশু পার্ক সেদিন ছিল না,…

বঙ্গ-বন্ধু __জসীম উদ্‌দীন

মুজিবর রহমান। ওই নাম যেন বিসুভিয়াসের অগ্নি-উগারী বান। বঙ্গদেশের এ প্রান্ত হতে সকল প্রান্ত ছেয়ে, জ্বালায় জ্বলিছে মহা-কালানল ঝঞঝা-অশনি বেয়ে । বিগত দিনের যত অন্যায় অবিচার ভরা-মার। হৃদয়ে হৃদয়ে সঞ্চিত হয়ে সহ্যে…


নিউজটি পোস্ট করেছেনঃ Alokmoy Bangladesh

কমেন্ট বক্স