ঢাকা | বঙ্গাব্দ

খেলে বিয়ে, বিয়ে সেরে আবার টেস্টে

  • আপলোড তারিখঃ 27-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 139455 জন
খেলে বিয়ে, বিয়ে সেরে আবার টেস্টে ছবির ক্যাপশন: ফাইল ছবি
alokmoybangladesh

বিয়ের দিনক্ষণ ঠিক করে রেখেছেন আগেই। কিন্তু তখন জানা ছিল না আচমকাই জাতীয় দল থেকে ডাক আসবে। ঝামেলাটা বেধেছে দুটোর সময় সাংঘর্ষিক হয়ে যাওয়ায়। তবে ঝামেলা শুধু বিয়ের অনুষ্ঠান ও খেলার ব্যস্ততা একই সময়ে হয়ে যাওয়াতেই সীমাবদ্ধ নয়। গোলমাল বাধার বড় কারণ খেলার ভেন্যু এবং বিয়ের আয়োজনস্থলের মধ্যে দূরত্ব পাঁচ হাজার মাইল। খেলাটা পাকিস্তানে আর বিয়েটা ইংল্যান্ডে।

এ ক্ষেত্রে সহজ সমাধান বিয়ের সময় পিছিয়ে দেওয়া। কিন্তু সে পথে হাঁটতে মন সায় দেয়নি। অগত্যা বড় এক ‘চ্যালেঞ্জ’ই নিয়ে ফেলেছেন ওলি স্টোন। ইংল্যান্ডের এই পেসার পাকিস্তানে খেলবেন, খেলা শেষ করে দেশের উদ্দেশে উড়াল দেবেন, বিয়ে সেরে আবার পাকিস্তানে ফিরবেন। 

৩০ বছর বয়সী স্টোনের খেলা–বিয়ে–খেলা পর্বের এই অধ্যায়ের মঞ্চায়ন ঘটতে যাচ্ছে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। বাগদত্তা জেসের সঙ্গে তাঁর বিয়ে অনুষ্ঠান ১২ অক্টোবর। ইস্ট অব ইংল্যান্ডের নরফোকে বিয়ের আয়োজনের সব প্রস্তুতিই এখন শেষের পথে। এর মধ্যে স্টোনকে যেতে হচ্ছে পাকিস্তানে। সেখানে স্বাগতিকদের সঙ্গে তিন টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। মুলতানে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ৭ অক্টোবর। খেলার পঞ্চম ও শেষ দিন ১১ অক্টোবর। এর ২৪ ঘণ্টা পরই পাঁচ মাইল দূরে স্টোনের বিয়ের অনুষ্ঠান।

বিবিসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে উভয়কুল রক্ষার এই পরিস্থিতিকে স্টোন মূল্যায়ন করেছেন এভাবে, ‘ব্যাপারটা কিছুটা পাগলাটে। তবে দারুণ সমস্যাও।’ স্টোন তাঁর দীর্ঘদিনের প্রেমিকা জেসকে 

বিয়ের প্রস্তাব দেন ২০২৩ সালের গ্রীষ্মে। তখন ইংল্যান্ড দল নিয়ে তাঁর কোনো ভাবনা ছিল না। তখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে তিনটি টেস্ট খেলেছেন, যার সর্বশেষটি ২০২১ সালে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রাশেদুল ইসলাম

কমেন্ট বক্স