ঢাকা | বঙ্গাব্দ

ফাঁকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো রেলের পিলারে ধাক্কা।

রাজধানীতে ফাঁকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো রেলের পিলারের সঙ্গে সেফটি এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লেগেছে।
  • আপলোড তারিখঃ 09-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 49356 জন
ফাঁকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো রেলের পিলারে ধাক্কা। ছবির ক্যাপশন: সংগৃহীত
alokmoybangladesh

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক বিভাজকের ওপর উঠে যায় মিরপুর থেকে নিউমার্কেট-আজিমপুরগামী সেফটি এন্টারপ্রাইজের একটি বাস। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। কাফরুল থানার এসআই আব্দুর রশিদ জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাসটির চালক এবং হেলপার পলাতক। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে গাড়ির কাগজপত্রসহ চালক এবং হেলপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রাশেদুল ইসলাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ