ঢাকা | বঙ্গাব্দ

তরমুজের দাম কমলেও নেই ক্রেতা।

প্রতি বছর রমজান আসলেই কদর বাড়ে রসালো ফল তরমুজের। এই সুযোগে আকাশছোঁয়া দাম হাকান ব্যবসায়ীরা।
  • আপলোড তারিখঃ 30-03-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 50319 জন
তরমুজের দাম কমলেও নেই ক্রেতা। ছবির ক্যাপশন: সংগৃহীত
alokmoybangladesh

এবারের রমজানে প্রথম দিকে দেখা গেছে একই চিত্র। তবে ক্রেতাদের বয়কটের কারণে রমজানের মাঝামাঝি এসে তরমুজের দাম নেমে এসেছে অর্ধেকের কমে।

শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর কারওয়ান, যাত্রবাড়ীসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, দাম কম থাকলেও ক্রেতার দেখা পাচ্ছেন না তরমুজ ব্যবসায়ীরা। প্রথম দিকে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া তরমুজের দাম নেমে এসেছে ৩০/৪০ টাকায়। মূলত অতিরিক্ত দামের কারণে তরমুজ বয়কট করায় দাম কমছে বলে মনে করেন ভোক্তারা।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রাশেদুল ইসলাম

কমেন্ট বক্স